হোম নোটিশ শিক্ষাস্থার ও বিভাগ ছাত্রাবাস যোগাযোগ দান ও মান্নত ভর্তি আবেদন

ভর্তি আবেদন

ভর্তির সময়


  • পুরাতন ছাত্র

  • ২৫শাবান থেকে ২৮শাবান এবং ৫ শাওয়াল থেকে ৭শাওয়ালের মধ্যে।
  • বোর্ডের জামাত থেকে উপরের জামাতে ভর্তি হতে আগের জামাতের ফলাফলের ফটোকপি জমা দিতে হবে।
  • বোর্ড ছাড়া অন্য জামাতে আগের বছরের ফলাফল উল্লেখ করবে।
  • ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।
  • নতুন ছাত্র

  • ২৫ থেকে ২৮ শাবান এবং ৫,৬,৭ শাওয়াল সন্ধ্যা ৭টার মধ্যে ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে।
  • ফরম জমা দেয়ার সময় সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি প্রদান করতে হবে।
  • কাফিয়া থেকে উপরের সকল জামাতে লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। অন্যান্য জামাতে শুধু মৌখিক পরীক্ষা হবে।
  • প্রথম তিন জামাতে মৌখিক পরীক্ষা ৭/৮শাওয়াল সকাল ৯টা থেকে শুরু হবে এবং ফলাফল প্রতিদিন বাদ আসর প্রকাশ করা হবে।ফলাফল প্রকাশের পরপর ভর্তি কাজ সম্পন্ন করেেব।
  • নাহবেমীর জামাত থেকে তাকমীল পর্যন্ত ছাত্রদের লিখিত ভর্তি পরীক্ষা ৮শাওয়াল সকাল ৮.০০টা থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার জন্য ৭.৩০মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফলাফল বাদ আসর প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা বাদ মাগরিব শুরু হবে।
  • উভয় পরীক্ষা বিবেচনায় ভর্তির উপযুক্ত ছাত্রদেও চূড়ান্ত তালিকা ৯শাওয়াল বাদ ফজর প্রকাশ করা হবে এবং সকাল ৯টা থেকে ভর্তি শুরু হবে।
  • ইফতা বিভাগে নতুন ছাত্রদের ভর্তি ৬ও ৭শাওয়ালের মধ্যে সম্পন্ন করতে হবে।
ক্র. জামাত কিতাব
ইফতা নুরুল আনওয়ার+ হেদায়া ৩য়
দাওরা হাদীস মেশকাত +শরহে আকায়েদ
মেশকাত জামাত জালালাইন + হেদায়া
জালালাইন জামাত শরহে বেকায়া+নুরুল আনওয়ার
শরহে বেকায়া জামাত শরহে জামী + কানযুদ দাকায়েক
শরহে জামাত কাফিয়া+কুদুরী
কাফিয়া জামাত হেদায়াতুন্নাহু
হেদায়াতুন্নাহু জামাত নাহুমীর
নাহবেমীর জামাত মিযান

ভর্তি প্রক্রিয়া


  • মাদরাসার ওয়েবসাইট থেকে অনলাইন ভর্তি আবেদন ফরম পুরণ করে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
  • ওয়বেসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে।
  • নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে মাদরাসা অফিসে জমা দিতে হবে ।
  • ভর্তি নিশ্চায়ন স্লিপ সংগ্রহ করে আবাসিক অফিসে গিয়ে আবাসিক সিট নিশ্চিত করতে হবে।
  • আলিম ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া:
  • মাদরাসা বোর্ড কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এবং নিশ্চায়নের ভিত্তিতে নির্ধারিত তারিখের মধ্যে স্বশরীরে মাদরাসা অফিসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
  • অনলাইন আবেদনের কপি ভর্তি কমিটিকে প্রদর্শনপূর্বক মাদরাসার ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফরম পুরণ করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র:
  • দাখিল পরীক্ষা পাশের প্রংশসাপত্র ও একাডেমিক ট্রান্সিক্রিপ্টের মূলকপি।
  • শিক্ষার্থীর জন্ম সনদ, পাসপোর্ট সাইজের ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ভর্তির শর্তাবলী


  • ০১. ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
  • ০২. ইলমে দ্বীন অর্জন তথা ইলমে আকায়েদ, ইলমে ফেকাহ, ইলমে তাছাউফ চর্চায় প্রতিবন্ধক হয় এমন সবকিছু থেকে মুক্ত থাকতে হবে।
  • ০৩. অত্র মাদরাসায় অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা অংগ সংগঠনের সাথে জড়িত থাকা যাবেনা।
  • ০৪. অবশ্যই সকল শিক্ষার্থীদের নেছফেছাক সাদা গোল জামা, সুন্নতি সাদা পাজামা, কাপড়ের গোল টুপি ব্যবহার করতে হবে।
  • ০৫. ওজরে মাকুল ছাড়া নামজের জামাতে অনুপস্থিত থাকা যাবেনা।
  • ০৬. কোন অবস্থাতেই দাঁড়ি ছাটা-কাটা চলবে না এবং মাথার চুল সুন্নত তরিকা অনুযায়ী রাখতে হবে।
  • ০৭. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হওয়া যাবে না।
  • ০৮. সকল শিক্ষার্থীকে মাদরাসা চলাকালে ক্লাসে হাজির থাকতে হবে এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ০৯. মাদরাসার সবধরনের আসবাবপত্র যথানিয়মে হিফাজত করতে হবে।
  • ১০. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলতে হবে।
  • ১১. ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হয় এমন সব আচরণ পরিহার করে চলতে হবে।
  • ১২. অনুমতি ব্যতিত মাদরাসা ত্যাগ করতে এবং ক্লাসে অনুপস্থিত থাকতে পারবে না।
  • ১৩. বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রের ভর্তি বাতিল হবে।
  • ১৪. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
  • ১৫. মাদরাসার যাবতীয় বেতন ফি মাসিক নির্ধারিত তারিখের ভিতরে যথা সময় পরিশোধ করতে হবে।
  • ১৬. তথ্য গোপন পূর্বক ভর্তি হলে কোন প্রকার দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবেনা।

ভর্তি পরীক্ষা


  • ১. ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়।
  • ২. ৪র্থ-৯ম পর্যন্ত পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ও মৌখিক (৫০+৫০) ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
  • ৩. পাশের নম্বর শতকরা ৪০। প্রতিটি বিষয়ে আলাদা পাশ করতে হয়।
  • ৪. আলিম: মৌখিক (সর্বাত্মক)
  • ৫. ফাযিল (পাস ও অনার্স): ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।
  • ৫. কামিল ও কামিল মাস্টার্স: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।

যোগাযোগ (ভর্তি সংক্রান্ত)


ক্র. পদবী মোবাইল
মুহতামিম ০১৩২১-১৮৩৩৪৮
নায়েবে মুহতামিম ০১৩২৪-১৬৯০১০
নাজেমে তালীমাত ০১৩২৯-৬৪৭৩২৫
অফিস ০১৩২১-১৮৩৩৫৪